জীবননগরে ভূমিহীনদের ঘর পরিদর্শন করলেন এমপি

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্র্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জীবননগর উপজেলার গৃহহীন ও ভূমিহীন অসহায় ব্যক্তিদের মাঝে বরাদ্দ দেওয়া ঘর পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের ঘোষনগরসহ উপজেলার ১৮টি নির্মিত ঘর পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন ফরজ, আঃ মালেক মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীগণ।

এ সময় হাজী আলী আজগার টগর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাংলাদেশের কোথাও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। তাদের সবাইকে পর্যায়ক্রমে বসবাসের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হবে ।

তারই ধারাবাহিকতায় জীবননগর উপজেলায় ১৮জন ব্যক্তির মাঝে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে যে সমস্ত অসহায় হতদরিদ্র আছে তাদেরকে এই সুবিধার আওতায় আনা হবে ।