
চুয়াডাঙ্গার জীবননগর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।
মরদেহের সুরতাহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঠপাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাহিদুল ইসলাম জাহিদ(২৯) জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের দক্ষিণপাড়ার আশরাফ আলীর ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ জানান, মঙ্গলবার রাতে জাহিদুল ইসলাম জাহিদ বাড়ি থেকে বের হন ব্যক্তিগত কাজে যাওয়ার উদ্দেশ্যে। এরপর আর রাতে সে বাড়িতে ফিরে আসেনি। স্বাজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোথাও খুঁজে পাইনি। বেলা ১১টার দিকে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মাঠে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার সঠিক তথ্য উদঘাটনের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।