জীবননগরে শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি বাস্তবায়ন

আবারও চকম লাগালেন জীবননগরে সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিস্কার,পরিছন্ন মডেল সাওতাল পল্লী ঘোষনা করে।

শনিবার শিকড় সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সকাল থেকে সন্ধা পর্যন্ত জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা নারিকেল বাগান সাওতাল পল্লী পরিস্কার পরিছন্ন করা, বাল্য বিবাহ প্রতিরোধে সংগঠনের সদস্যদের উদ্যোগে সচেতনামূলক নাটক, বৃক্ষ রোপন, বাঁশের তৈরি ডাস্টবিন সহ নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরবতীতে সাওতাল পল্লী সদস্যদের নিয়ে বাড়ি ঘর পরিস্কার পরিছন্নতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামানের সভাপতিত্বে পরিস্কার-পরিছন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার তুলেদেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাজিব হোসেন, শিক্ড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাব্বির সামি মুহিত, সহ-সভাপতি চাষী রমজান, সদস্য হোসাইন আহম্মেদ, ইয়ুথ এ্যাসেম্বলীর এর জীবননগর উপজেলা সমন্বয়কারী আসাদুজ্জামান লিটনসহ উপস্থিত ছিলেন, শিকড় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লাবনী, নিশান, কবির আল চপল, রমজান আলী, সাদিয়া, রিয়াজ স্বণা, মিম, জাহিদ, ফরহাদ, বাপ্পি, হাসান, শিলা, ওমর আলী, মুন, সোহাগ, আব্দুল্লাহ, শাকিল, আঃ রহিম প্রমুখ।

অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ