জীবননগর পৌর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ

জীবননগর পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে। ১৭ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, ১৯শে জানুয়ারি যাচাই-বাছাই ২৫ শে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৪ ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে মেয়র পদে বি এন পির পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী ও সাবেক পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসারের নিকট থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া কাউন্সিলর পদে ২ নাম্বার ওয়ার্ড থেকে একজন, ৩ নম্বর ওয়ার্ড থেকে পাঁচজন, ৪ নাম্বার ওয়ার্ডের তিনজন, ৫ নম্বর ওয়ার্ডের দুইজন, ৬ নম্বর ওয়ার্ডের তিনজন, ৭ নম্বর ওয়ার্ডের চারজন, ৮ নম্বর ওয়ার্ডের তিনজন, ও ৯ নম্বর ওয়ার্ডের একজন ও সংরক্ষিত মহিলা আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য, জীবননগর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৮২৭জন।