জীবননগর বিধিনিষেধ অমান্য করায় ১৫জনকে ২০হাজার টাকা জরিমানা

জীবননগরে মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি লংঘন করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ।

শনিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর বাজার ও হাসাদহ বাজারে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬জনকে সাড়ে ৭হাজার টাকা জরিমানা প্রদান করে ।

একই দিনে জীবননগর বাজারে জীবননগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯জনকে ১৩হাজার টাকা জরিমানা প্রদান করে ।

এদিকে লকডাউনের দ্বিতীয় দিনে সব ধরনের দোকান, শপিংমল, গনপরিবহন বন্ধ রয়েছে। এরপরও বিধি নিষেধ না মেনে অনেকে বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছেন। লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্গলা বাহিনী কাজ করছেন।

প্রধান সড়ক ও পাড়া মহল্লায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান টিম অভিযান চালাচ্ছে ।প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে এলেই গুনতে হবে জরিমানার টাকা।