জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী মতবিনিময় সভা

জীবননগরে গরুব্যবসায়ী, মাদক, চোরাচালান বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার ৪নং সীমান্ত পরিষদের আয়োজনে সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সীমান্ত এলাকা দিয়ে যদি কেউ অবৈধ ভাবে ভারতীয় গরুব্যবসা, মাদক, চোরাচালান করে তা হলে সে যত বড় ক্ষমতাধার হোক না তাকে কোন ছাড় দেওযা হবে না। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এ সমস্থ মাদক ব্যবসায়ী, চোরকারবারীদের বিষয়ে কেউ যদি সুপারিশ করতে আসে তাকেও ছাড় দেওয়া হবে না।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহিন বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সীমান্ত ইউপি সদস্য জহুরুল ইসলাম, আঃ সালাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস প্রমুখ।