জীবননগর হাসাদাহে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

সারা দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জীবননগর হাসাদাহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহযাত্রী’-সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় হাসাদাহ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হাসাদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জুম্মাত আলী মন্ডলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান।

মানববন্ধনে অংশ নেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম, হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, সাংগঠনিক স¤পাদক বদরুজ্জামান শ্যামল, প্রচার ও প্রকাশনা স¤পাদক আল-আমিন।

‘সহযাত্রী’ সংগঠনের পক্ষে সহ-সভাপতি তানজিনা আক্তার, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল মামুন, শিশু বিষয়ক সম্পাদক আকিমুল ইসলাম, সদস্য সচিব আজিজুল হাকিম তাজু, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, সদস্য শীলন, দিগন্ত, সাইদুর, জিহাদ, রাশেদুল, শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে সাধারণ জনগণ অংশ নেন। মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা মোমাবাতি জ্বালিয়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে হাসাদাহ বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণধর্ষণ ও নারী নির্যাতন বেড়েই চলেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধ ক্রমেই বাড়ছে। আমরা দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।