জীবননগর হাসাদাহে সাংবাদিক মতিয়ারের মটরসাইকেল শোডাউন

জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিক মতিয়ার রহমানের উদ্যোগে হাসাদাহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে মটরসাইকেলে শোডাউন করা হয়েছে।

শুক্রবার বিকেলে সাংবাদিক মতিয়ার রহমানের নিজ গ্রাম তারানিবাস ১থেকে ৫০ টি মটরসাইকেল নিয়ে শোডাউন বেরিয়ে পড়েন এলাকা গুলো ঘুশিপাড়া , বকন্ডিয়া, কাটাপোল, মাধবপুর, পুরন্দপুর, কন্দপপুর, বৈদ্যনাথপুর গ্রামে ভোটারদের সাথে কুশল বিনিময় ও প্রচারনা করেন তিনি।

এসময় বদরউদ্দীন, আবু বক্কর, কুদ্দুস, মনিরুজ্জামান রিপন, শাহাজুলসহ অনেকে শোডাউনে অংশ নেন ।