জীবনেও বার্সেলোনায় যাব না’

নতুন মৌসুম শুরু হতে তেমন একটা দেরি নেই। কিন্তু স্পেনের দুই জায়ান্ট ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এখনও তাদের দুই অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়ন করেনি।

অথচ বিনা ট্রান্সফার ফিতে অন্য দলে চলে যাওয়ার সুযোগ রয়েছে দুই দলের অধিনায়ক লিওনেল মেসি এবং সার্জিও রামোসের।

এমন পরিস্থিতিতে গুঞ্জন শুরু হয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনায় যেতে পারেন রামোস।

এই গুঞ্জনকে একবাক্যে নাকোচ করে দিলেন রামোস। জানালেন, জীবনেও বার্সায় যাবেন না।

এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘আমি কখনো বার্সেলোনার হয়ে খেলব না। বছর ৫০ মিলিয়ন বা ৭০ মিলিয়ন ইউরো (প্রায় ৭১০ কোটি টাকা) দিলেও না। কিছু বিষয় থাকে, যেগুলো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এটা অসম্ভব। আমি অবশ্য বার্সার নতুন সভাপতি জোয়ান লাপোর্তাকে খুব পছন্দ করি। তার সঙ্গে আমার যোগাযোগও রয়েছে। তবুও বার্সায় আমি কখনোই যাব না।’

নিজে বার্সেলোনায় না গেলেও ক্লাবটির অধিনায়ক লিওনেল মেসিকে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে আনতে চান রামোস। বলেন, ‘এটা একশ পারসেন্ট সত্য যে, আমি মেসিকে রিয়াল মাদ্রিদে গ্রহণ করব। এতে কোনো সন্দেহ নেই। তাকে রিয়ালে ভেড়াতে যা করার করব। প্রয়োজনে আমি তাকে আমার বাড়িতে দাওয়াত করব এবং বোঝাব যেন সে রিয়ালে চলে আসে।’

তথ্যসূত্র: ডেকান হেরাল্ড