
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম।
আজ সোমবার দুপুরে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অ্যাডভোকেট নজরুল ইসলাম মেহেরপুরের ফৌজদারী পাড়ার বরকত আলী মোল্লার ছেলে। তিনি ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৪ সালে এইচএসসি পাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এলএলবি এবং ২০০০ সালে এলএলএম পাস করেন।
তিনি দীর্ঘ ২৩ বছর ধরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক মেহেরপুর প্রতিদিনের প্যানেল আইনজীবী হিসেবেও হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
অ্যাডভোকেট নজরুল ইসলাম পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু অভিনন্দন জানিয়েছেন।