জেলা প্রশাসকের প্রশংসনীয় উদ্যোগ

মাদক মামলায় ২ বছর জেল খাটার পর বের হওয়ার সময় নতুন রিক্সা নিয়ে বাড়ি ফিরলেন সিয়াম উদ্দিন। সিয়ামকে পুর্নবাসন করার জন্য মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনি এই উদ্যোগ গ্রহন করেন।
গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা কারাগারের জেলগেটে তাকে ফুলের তোড়া এবং একটি নতুন রিক্সা তুলে দেয়া হয়। সিয়াম মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: তৌফিক রহমান উপস্থিত থেকে সিয়ামের হাতে রিকশা তুলে দেন।
এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের ফজলে রাব্বি, জেল সুপার এ কে এম কামরুজ্জামান, জেলার শরিফুল ইসলাম, ডেপুটি জেলার মাসুদ রানা, সিয়ামের পিতা সদর উপজেলার শোলমারি গ্রামের সেকেন্দার আলী সহ জেলখানা এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে কারামুক্তির পর সিয়াম নতুন রিক্সা পেয়ে বলেন, জীবনে আর কোন দিন খারাপ কাজ করবো না।
উল্লেখ্যে, ৯ গ্রাম হেরোইন রাখার দায়ে ২০১৮ সালের ১১সেপ্টেম্বর আদালত সিয়ামকে ২ বছরের সশ্রম কারাদ- দেন। জেলখানায় ভালো আচরণ করার জন্য কারা কর্তৃপক্ষ তার ৩ মাস ২৪ দিন সাজা মওকুফ করেন।
-নিজস্ব প্রতিনিধি