করছেটা কী সূর্য কাকা তাপে ঝড়াচ্ছে ঘাম, জল দিতে চাইলে মেঘ রেগে বলে থাম।
ফল পাকে জৈষ্ঠ্যমাসে তাপ ছড়ানো গরমে, পশুপাখি হাঁপাচ্ছে সব জনজীবন চরমে।
সুনসান নীরবতার রাতে গোমড়া মুখের চাঁদ, বুড়ি-কে বলে জ্যোৎস্নায় বের কর না দাঁত।