ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসন কর্তৃক পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ। আজ সকাল ৯ ঘটিকায় সময় মঙ্গল শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ দিনের শুরুতেই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের প্রথম কর্মসূচি শুরু হয় ৷ উপজেলা চত্বর থেকে হসপিটাল মোড় হয়ে হরিণাকুন্ডুর বল ফিল্ডে এসে শেষ হয় ৷ পরবর্তীতে লাঠিখেলা, ঐতিহ্যবাহী হরিণাকুন্ডুর গরুর গাড়ি, পালকি ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের যেমন খুশি তেমন সাজে সজ্জিত ছিল ৷বর্ণাঢ্য এই আয়োজন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বিতরণ করা হয় ৷

উক্ত অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুস্মিতা সাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয় ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর হোসাইন, সহকারি কমিশনার ভূমি জনাব সেলিম আহমেদ, থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র জনাব মোঃ ফারুক হোসেন, জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জাহিদুল ইসলাম (বাবু মিয়া) কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব শরাফৎ দৌলা ঝন্টু, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব একেএম আজাদ,প্রেস ক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ও হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন ৷