
ঝিনাইদহ শহরের পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের আরাপপুর দুখি মাহমুদ সড়কের একটি রাস্তায় দীর্ঘ দিন যাবত জ্বলাবদ্ধতা, ময়লা ও কাদা ছিলো।
আজ শুক্রবার রাস্তাটি পরিস্কার করলো সমাজ সেবক মোঃ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জসীম উদ্দীন, মোঃ রন্জু মিয়া ও আনারুল্ ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সমাজ সেবক মোঃ আশরাফুল আলম বলেন, আরাপপুর দুখি মাহমুদ সড়ক একটি জনবহুল এলাকা। কিন্তু জ্বলাবদ্ধ ময়লাও কাঁদার কারনে রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট হচ্ছিল। সমস্যাটি সমাধানের জন্য আমি উদ্দ্যোগ নিই। জ্বলাবদ্ধতা, ময়লা ও কাঁদা পরিস্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করি। আশা করি, আগামী দিন গুলোতেও সাধারণ মানুষের পাশে থাকতে পারবো।

 
								
				

 
												