ঝিনাইদহে আনসার ভিডিপি’র উদ্যোগে খাদ্য সহায়তা

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি’র নির্দেশনায় দেশব্যাপী প্রতিটি উপজেলায় আনসার ভিডিপির অসচ্ছল সদস্য-সদস্যাদের মাঝে খাদ্য সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ আনসার ও ভিডিপি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার আনসার ভিডিপির সদস্য-সদস্যাদের মাছে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ঝিনাইদহের ০৬ উপজেলায় কর্মকর্তাদের মাধ্যমে অনুরূপ ৩০ জন পুরুষ ও ৩০ জন নারী সদস্য করে মোট ৩৬০ জন আনসার ভিডিপি সদস্য এই সহায়তা পাচ্ছেন।

ঝিনাইদহ জেলা কার্যালয়ে সদস্যদের হাতে খাদ্যের প্যাকেট তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আনসার ভিডিপি’র উপপরিচালক ও ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকতা মোঃ ফরহাদ, ট্রেনিং ইন্সট্রাক্টর সোনালী খাতুন, সাগর হোসেন ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ভিডিপি সদস্য মিরাজ জামান রাজ সহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।