ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুয়েল হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। জুয়েল ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনেরে ছেলে।
আহত জুয়েলের ভাই রুবেল জানান, তার ছোট ভাই জুয়েল বিকেলে নাস্তা করতে হোটেল গেলে নাস্তা করাকে কেন্দ্র করে হোটেল মালিক শরিফুল লস্করদের সাথে তর্কবিতর্কে জড়ায়। এসময় মালিক শরিফুল লস্কর, মামুন লস্কর ও সাইফুল লস্করসহ বেশ কয়েকজন তারা হোটেলে মুগলাই পরাটা কাটা দা দিয়ে তার মাথায় ও হাতে উপর্যুপুরি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার্ড করেন।
এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা শুনেছি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।