
পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই সোহেল (৪০) নিহত হয়েছে।
বরিবার (৭ ডিসেম্বর) দুপুরে গান্না ইউনিয়নের বেতাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল এবং জুয়েল ওই গ্রামের শফি মন্ডলের ছেলে।
স্বজনদের কাছ থেকে জানাযায়, নিহত সোহেলের ছোট ভাই জুয়েল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি দীঘদিন যে টাকা পাঠিয়েছেন তা বড় ভাই সংসার চালাতে ও বড়-ঘর করে খরচ করে ফেলেছেন। গত দুইমাস আগে ছোট ভাই দেশে ফিরে এসব হিসাব নিয়ে বড় ভায়ের সাথে বাগ-বিতন্ডে জড়িয়ে পড়ে। এর মধ্যে ছোট ভাই পৃথক হয়ে টাকা পয়সার হিসাব চাইতে গেলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
এসব নিয়ে রবিবার সকাল থেকে দুই ভায়ের মধ্যে সংঘাত শুরু হয়।
পরে বড় ভাই সোহেল বটি দিয়ে ছোট ভাইকে আঘাত করার উদ্দ্যেশে ছুড়ে মারলে ওই বটি তুলে ছোট ভাই জুয়েল বড় ভায়ের উদ্দেশ্যে ছুড়ে মারে তখন বড় ভায়ের ঘাড়ে লেগে বড় ভাই রক্তাক্ত জখম হয়।
পরে তাকে ঝিনাইদহ সদর হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেণ।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এটা পারিবারিক ঘটনা এজন্য প্রথমত কেউ বুঝতে পারেনি। মামলার আলোকে আসামী গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।


