
ঝিনাইদহের ভাটই বাজারে ট্রাক চাপায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন সুলতানা নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভাটই আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসরিন সুলতানা হরিণাকুন্ডুর দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও কন্যাদাহ মনির উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জীবনের স্ত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ভাটই বাজার থেকে বাজার করে নাসরিন সুলতানা ও তার স্বামী আমিরুল মোটর সাইকেল যোগে বাড়ী ঝিনাইদহের দিকে ফিরছিলো। পথিমধ্যে ভাটই আখ সেন্টারের সামনে পৌছালে পিছন দিক থেকে একটি বালিবোঝাই ট্রাক তাকে ধাক্কায় দেই। এসময় সে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে ঐ ট্রাকের চাকার নিচেই পড়ে পৃষ্ট হয়ে যায়। এতে তার শরীরের উপরের অংশ ছিন্নবিন্ন হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নাসরিন সুলতানা দুই সন্তানের জননী। বড় মেয়ে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। তার মৃত্যু সংবাদে পরিবার এবং সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যঞ্জয় বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।