ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

ঝিনাইদহে নারী ও শিশুর প্রতি লিঙ্গ ভিত্তিক নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পুরুষ এবং ছেলেদের সংযুক্তি করণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাস করণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগিতায় ও বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রেড এর আয়োজনে প্রভা সোসাইটির হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্র্যাক এর ঝিনাইদহ জেলা সমন্বয়ক রোকেয়া বেগম এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা’র প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: বিল্লাল হোসেন।

এ সময় তিনি বলেন, পরিবারের কাজ গুলো আমাদের নারী পুরুষ উভয়ই ভাগাভাগি করে করতে হবে, সন্তানদের সময় দিতে হবে, উভয় উভয়ের প্রতি সম্মান দেখাতে হবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক এনামুল কবির।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্রেড এর নির্বাহী পরিচালক মো: শহিদুল ইসলাম, প্রকল্প উপস্থাপন করেন ব্রেড এর প্রোগ্রাম অফিসার মেঘলা আক্তার। এছাড়া মুক্ত আলোচনায় অভিভাবকগণ অংশ গ্রহণ করেন।