ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিনিয়ত চলছে বাজার মনিটরিং

ঝিনাইদহ জেলা প্রশাসকের দিক-নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ঝিনাইদহ জেলা কার্যালয় হতে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে বাজার মনিটরিংয়ের কাজ করা হচ্ছে প্রতিনিয়ত।

গত কয়েকদিন তরমুজ নিয়ে সিন্ডিকেট গড়ে তোলার বিষয়টি আমলে নিয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে তরমুজের আড়তে গিয়ে ক্রয়মূল্য ও পাইকারি মূল্য যাচাই করা হয়।

পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে তরমুজের খুচরামূল্য যাচাই করা হয়। গত ক’দিনের চেয়ে এখন কিছুটা কমমূল্যে তরমুজ বিক্রয় হচ্ছে। পাশাপাশি এক লিটারের সয়াবিন তেলের বোতল সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রী করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরে টিসিবির বিক্রয় কার্যক্রম যথাযথ নিয়মে হচ্ছে কি না তদারকি করা হচ্ছে।

কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে করণীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরকার নির্ধারিত মূল্য সম্পর্কে প্রচার করা হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর নির্দেশনায় পরিচালিত বাজার মনিটরিং এ সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ঝিনাইদহ জেলা পুলিশের টিম।
জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।