ঝিনাইদহে স্কুল ও কলেজ ভিত্তিক অভিনয়, সংগীত ও নৃত্য কর্মশালা শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধারাব ৪দিন ব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল ইসলাম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ্র,অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, কলেজ শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, দিদার , নৃত্য প্রশিক্ষক যশোরের হুসাইন তারেক, নৃত্য প্রশিক্ষক রেশমা খাতুন, জারা আবেদীন।
আলোচনা শেষে অভিনয়, সংগীত ও নৃত্য কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি ও অতিথিরা সার্টিফিকেট বিতরণ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও অংকুর নাট্য একাডেমি ঝিনাইদহের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর কর্মশালায় স্কুল-কলেজের ৪০ জন ছাত্রী অংশ গ্রহণ করেন।