ঝিনাইদহে বিডা’র উদ্যোক্তাদের মিলনমেলা

তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রান্তিক শিশু পল্লীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিডার প্রশিক্ষক সমন্বয়ক আবুল কালাম আজাদ, উদ্যোক্তা ইসাহাক আলী, গোলাম মোস্তফা চঞ্চল, শফিক মেহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, দেশকে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। মিলন মেলায় বিডা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১৪ টি ব্যাচের উদ্যোক্তারা অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।