ঝিনাইদহে বিসিক’র আয়োজনে মতবিনিময় সভা

গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিক শিল্প নগরী ঝিনাইদহের আয়োজনে বিসিক মালিক সমিতি, নাসিব, জেলা চেম্বার ও স্থানীয় উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশতাক হাসান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বিসিক।

সভাপতিত্ব করেন সরোজ কুমার নাথ, জেলা প্রশাসক ঝিনাইদহ। এছাড়াও সভায় উপ¯িথত ছিলেন মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, সেলিনা রহমান মিনা, উপ-ব্যবস্থাপক বিসিক ঝিনাইদহ, সফল উদ্যোক্তা ড. হারুনর রশীদ প্রতিষ্ঠাতা সৃজনী বাংলাদেশ পাশাপাশি স্থানীয় তরুণ উদ্যোক্তা সফিক রেহমান জুয়েল, সামির সাকির, বাপ্পি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

প্রধান অতিথি স্থানীয় উদ্যোক্তাদের জন্য বিসিক ঝিনাইদহের এরিয়ার মধ্যে নতুন করে আরো প্লট বরাদ্দের ব্যবস্থাসহ তরুণ উদ্যোক্তাদের লোনের ব্যবস্থা ও পণ্য বিপননের একটা মাল্টি শপিং কমপ্লেক্স বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।

আগামী ২০৪১ সালের মধ্যে উদ্যোক্তাদের সমন্বয়ে শিল্পোন্নত সোনার বাংলাদেশ হবে এই প্রত্যাশা করে সভাপতি মতবিনিময় সভার সমাপ্তি করেন।