ঝিনাইদহে বেড়েছে করোনা সংক্রমনের হার

ঝিনাইদহে হঠাৎ করে করোনা সংক্রমনের হার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৫৬ দশমিক ৬৬ ভাগ। যা বিগত সময়ের চেয়ে সবচেয়ে বেশী।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনা সনাক্তের ফলাফলে এসেছে। সেখানে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজেটিভ হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১শত৫৪ জন। জেলায় মোট মৃত্যু’র সংখ্যা ৬০ জন। তবে গত ২৪ ঘন্টায় কোটচাদপুর উপজেলায় ১জন মারা গেছে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে রোগী ভর্তি আছে ১৯ জন।

উপজেলা ভিত্তিক মোট আক্রান্তের সংখ্যা সদরে ১৬৪৭ জন, শৈলকুপায় ৩৬৭ জন, হরিণাকুণ্ডুতে ১৮১ জন, কোটচাঁদপুরে ১৭০ জন, কালীগঞ্জে ৬৩২জন এবং মহেশপুরে ১৫৭ জন।