ঝিনাইদহে বোরো ধান কর্তনের উদ্বোধন

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার সাধুহাটি গ্রামের সদর কৃষি অফিসের আয়োজনে কৃষক নাজিরুল ইসলামের ক্ষেতে নমুনা কর্তনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সাধুহাটি ইউনিয়নের কাজী নাজির উদ্দিনসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ৮০ হাজার ২’শ ৮৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার ব্রি-ধান-৮২, ২৮সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে।