 
     ঝিনাইদহে সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসের উদ্বোধন করা হয়েছে।
ঝিনাইদহে সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ওই এলাকায় সমলয় পদ্ধতিতে আবাদকৃত বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু হয়। অল্প সময় স্বল্প খরচে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পেরে খুশি কৃষক। ৬ হাজার ৫’শ টাকায় এক একর জমির ধান ধরে তুলতে পারবে কৃষক।
কৃষি অফিস জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ৮৯ হাজার ২’শ ৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।