ঝিনাইদহে ভ্যান ভাড়া নিয়ে কথাকাটির জেরে ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন (৫৫) ও ছেলে ইজাজুল হক (২৪) কুপিয়ে জখম করেছে এক সন্ত্রাসী।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ইজাজুল হক জাহাঙ্গীর হোসেনের ছেলে। জাহাঙ্গীর হোসেন এলাকায় ব্যাটারী চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং ছেলে ইজাজুল গোয়ালপাড়া বাজারের ফুটপাথে ঝালমুড়ি বিক্রি করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুলতানা মেফতাহুল জান্নাত বলেন, বাবা-ছেলে দুইজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ইজাজুল হকের অবস্থা আশঙ্কাজনক। তার ঘাড়ের শিরা কেটে গেছে। তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
আহত জাহাঙ্গীর হোসেনের ভাই ইকবাল হোসেন বলেন, তার ভাই ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সন্ধ্যার পরে গোয়ালপাড়া বাজারে রাস্তার পাশে ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় ঘোড়ামারা গ্রামের আঃ রহিমের ছেলে শিমুল হোসেন তাকে ভ্যান নিয়ে কোথাও যেতে বললে সে জানায় রাত হয়ে গেছে এখন যাবো না। এতে শিমুলের সাথে কথাকাটি হয় জাহাঙ্গীরের। এক পর্যায়ে শিমুল ধারালো দা নিয়ে এসে তাকে কোপানো শুরু করে। ছেলে ইজাজুল ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে আমরা হাসপাতালে নিয়ে আসি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোয়ালপাড়া বাজারে ভ্যানভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুইজনকে কুপিয়ে জখমের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেব।