ঝিনাইদহে লোকনাথ ব্রহ্মচারীর ২৯১ তম আবির্ভাব দিবস উদযাপন

লোকনাথ ব্রহ্মচারীর ২৯১ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে শনিবার, সকাল ১১ টার দিকে ঝিনাইদহে সদর উপজেলা পুরাতন হাটখোলা কেন্দ্রীয় লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হয় আবির্ভাব উৎসব। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে সমাগম ঘটে হাজার হাজার ভক্ত। কোলাহলে মুখরিত হবে আশ্রম চত্বর

আশ্রম কমিটির সভাপতি, রনি সাহা, ও সাধারণ সম্পাদক, দেবু দত্ত জানান, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৩তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার আশ্রমে প্রভাত কীর্তন, গীতাপাঠ, বাল্যভোগ, জীবনবৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ, আরতী কীর্তনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি জানান এছাড়াও বছরের প্রতিটি দিনই ভক্তরা নানা মনোবাসনা নিয়ে আশ্রমে ছুটে আসেন। ১২৯৭ বঙ্গাব্দের (১৮৯০ খ্রি.) ১৯ শে জ্যৈষ্ঠ ১৬০ বছরে মহাপ্রয়াণে যাবার আগে বাবা লোকনাথ ব্রহ্মচারী সকলকে বলেন, “আমি নেই এ কথা তোমরা কখনো মনে করবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।

শুধু সুখের সময় নয়, রণে-বনে, জলে-জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব’- লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীই ভক্তদের কাছে অভয়মন্ত্র আজও।