
“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে ঝিনাইদহ সদরের আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে ২৫০টি ফলজ ও বোনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই স্কুলের ২৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে এই চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক ষট্রি চন্দ্র রায়।
এসময় অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ সেলিম রেজা, ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ নূর- এ- নবী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্তা চন্দনা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন, ফেরদৌস হায়দার, আবদুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপ-পরিচালক ষট্রি চন্দ্র রায় বলেন, গাছ আমাদের কাঠ দেয়, ফল দেয়, ছায়াদেয় এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকে বাড়ির আঙ্গিনায় গাছ লাগাতে হবে।