ঝিনাইদহে শিশু ইমরানের পাশে ‘সংশপ্তক’ পরিবার

গতকাল ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের দিঘীরপাড় এলাকায় ১৩ মাস বয়সের শিশু ইমরানের শরীরের ২০ শতাংশ গরম পানিতে ঝলসিয়ে যায়। খবর পেয়ে ‘সংশপ্তকে’র দিঘীরপাড় প্রতিনিধি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাওছার আলী ছুটে যায় সেখানে।

শিশু ইমরানের বাবা মোঃ শরিফুল ইসলাম পেশায় মসজিদের খাদেম, অল্প কিছু মাইনে পান। সংসার চালাতে যেখানে তার হিমশিম খেতে হয়, সেখানে বাচ্চা শিশুর চিকিৎসা করানো দুঃসাধ্য ব্যাপার। তার পরেও ধার দেনা করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নিয়ে যান। এর আগেও তার একটি বাচ্চা পানিতে ডুবে মারা যায়।

সংশপ্তকের প্রবাসী, চাকরিজীবী ও যুব সমাজের সার্বিক প্রচেষ্টায় ছোট্ট শিশু ইমরান হোসেনের বাবার হাতে ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকার চেক তুলে দেন ‘সংশপ্তক’ এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সরকার।

এছাড়াও শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় সংশপ্তক’। এভাবেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের সংগঠন ‘সংশপ্তক’। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ‘সংশপ্তক’ পরিবার।