
‘সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এর মধ্যদিয়ে ঝিনাইদহে আত্মপ্রকাশ ঘটলো’ সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ ঝিনাইদাহ জেলা শাখার।
গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের শ্রমজীবি, সিনিয়র সিটিজেন, নাইট গার্ড, রিক্সা চালকদের মাঝে ও সোমাবার সকালে হরিণাকুণ্ডুর হরিশপুরের ভিক উদ্দিন-সারা খাতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স প্রোগ্রামের জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান, নির্বাহী সদস্য মোঃ হাসানুর রহমান, খুরশিদ সাকলাইন কাব্য, তাজিম আহম্মেদ ও মোঃ আজমুল হুসাইন জনি। এছাড়া উপদেষ্টা মন্ডলির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, সহকারী অধ্যাপক ড. রমজান আলী, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির সত্বাধিকারী কাজী আলী আহমেদ লিকু, প্রভাষক মতিয়ার রহমান, জীবন রহমান প্রমূখ।
বিতরণ কালে প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান বলেন শিক্ষিত বেকার যুবকদের কমপিউটারের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনে কাজ করে অত্মকর্মসংস্থান করা যেমন আমাদের প্রধান লক্ষ্য তেমনি আমাদের এই অর্জিত আয় থেকে অসহায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও এতিম শিশু কিশোরদের পাশে দাড়ানোও আমাদের লক্ষ্য।