
ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আলম সাধুর চালক জীবন অধিকারী (২৫) নিহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে সোমবার (১২ জানুয়ারি) ভোর ৫টার কিছু পরে যশোরের কেশবপুর, বাদুড়িয়া মাদ্রাসার সামনে। নিহত জীবন অধিকারী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়দাহ গ্রামের অমর অধিকারীর ছেলে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ থেকে তিনজন আলম সাধু চালক তিনটি আলম সাধু গাড়িতে কাঁচা সবজি নিয়ে রাতে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন। এসময় কেশবপুর বাদুড়িয়া এলাকায় পৌছালে একটি গাড়ির তেল ফুরিয়ে যায়। তখন গাড়িগুলো সাইডে করা হয় এবং তেল ফুরানো গাড়িটি তেল ভরাতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-টু-পাইকগাছা পরিবহন এসে আলম সাধুর সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন আলম সাধুর চালক নিহত হন এবং তিনজন আহত হন।
দূর্ঘটনার সময় ধাক্কা লাগার কারণে পরিবহনের একটি গেটও দুর্ঘটনাস্থলে পড়ে যায়। আহত তিনজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের দেহও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, লাশ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।