ঝিনাইদহে সভাপতি খান আখতারুজ্জামান,সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এ্যাড.আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১৩ টি পদে আর বিএনপি সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬ টি পদে নির্বাচিত হয়েছে।

সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত এ্যাড. খান আখতারুজ্জামান ও বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক পদে এ্যাড. জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক্ষক পদে আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আব্দুল আলিম-৩, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য পদে মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন।

নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং গভীর রাত ১টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৭৩ জন ভোটারের মধ্যে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।