ঝিনাইদহে সরস্বতী পূজা উদযাপন

ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িত শুরু হয়ে গিয়েছে পূজার তোড়জোর। সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বণি, শাঁকে ফুঁ। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা।

দেশের বিভিন্ন জেলায় এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত। এই দিন থেকে শীত ঋতুর অবসানে বসন্তের শুভ আগমন বার্তা ধ্বনিত হয়। বসন্ত পঞ্চমী তিথিতেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে সরস্বতীর সৃষ্টি বলে পুরাণে বর্ণিত আছে। সেই কারণে এই দিনে সরস্বতী পূজার বিধান রয়েছে শাস্ত্রে। সরস্বতী পূজার ঠিক ৪০ দিন পরে পালিত হয় দোল উৎসব।

বাগদেবী, বিরাজ, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী-সহ আরও অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান। সরস্বতী পূজার সময় পড়েছে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ মিনিট থেকে শুরু হয়ে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। সরস্বতী পূজার জন্য মোট ৫ ঘণ্টা ৩৭ মিনিটের সময় পাওয়া যায়।

ঝিনাইদহের সদর উপজেলা বিভিন্ন মোড়ে মোড়ে পূজা উদযাপন হয়। পূজা দর্শন করতে সংখ্যক লোকের ভিড় জমে। এবং পূজা উপলক্ষে বিশাল বড় মেলা বসে।