ঝিনাইদহে সূর্যের হাঁসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে হামদহ সূর্যের হাঁসি ক্লিনিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এসময় অতিথি হিসেবে ঝিনাইদহ সিভিল সার্জন, ডাঃ মোঃ কামরুজ্জামান, ঝিনাইদহ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাঃ মোজাম্মেল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান,সূর্যের হাঁসির এর প্রধান কার্যালয়ের প্রতিনিধি ক্লিনিক্যাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার ডা. নকুল কুমার বিশ্বাস, অপারেশনসের জেনারেল ম্যানেজার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আশরাফুল কাদের (অব.), মার্কেটিং এর ডেপুটি জেনারেল ম্যানেজার গাজী মোহাম্মদ তানভীর মোস্তাফাসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ ক্লিনিক ম্যানেজার মোঃ ইমতিয়াজ উদ্দিন ও বিশিষ্ট সমাজ সেবক জাহিদ বিশ^াস উপস্থিত ছিলেন। ‘সূর্যের হাঁসি ক্লিনিক’ সকলের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবার একটি নির্ভরযোগ্য ঠিকানা।
পরিশেষে অতিথিরা মনোরম পরিবেশে পরিচালিত সূর্যের হাঁসি ক্লিনিক পরিদর্শন করেন। সকলেই সূর্যের হাঁসি ক্লিনিক সম্পর্কে ইতিবাচক ধারণা দেন এবং পরবর্তীতে সূর্যের হাঁসি ক্লিনিক-এ সেবা গ্রহণের আশা ব্যক্ত করেন।