ঝিনাইদহে হতদরিদ্রর হাত থেকে প্রত্যায়নপত্র কেড়ে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে হতদরিদ্রর হাত থেকে প্রত্যায়ন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। তার অনুগত লোক এই ঘর না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে হতদরিদ্র রবিউলের কাছ থেকে ঘরের প্রত্যায়নপত্র কেড়ে নেওয়া হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। রোববার সকালে ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১’শ ৮৭ জন ভূমি ও গৃহহীনদের চাবি ও প্রত্যায়নপত্র দেওয়া অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সদর থানা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন জানিয়েছেন কেড়ে নেওয়া হয়নি পরে সরকারী আরো ঘর করা হলে তাদেরকে ঘর দেওয়া হবে।

জানা গেছে, শনিবার ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মীর ইলিয়াস হোসেন সড়কস্থ ভুমিহীনদের প্রত্যায়নপত্র বিতরণের জন্য শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানের আযোজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ঘর প্রদান করা হয়। রোববার এই সব ঘরের প্রত্যায়নপত্র ও চাবি হস্তান্তর করা উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সকলকে এসব হস্তান্তরের পর ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন হঠাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হতদরিদ্র রবিউল দম্পত্তির কাছ থেকে প্রত্যায়ন কেড়ে নেন। সেসময় ঘরের প্রত্যায়ন না পেয়ে দু’জন কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তারা অভিযোগ করেন ইউএনও স্যারের নাজির জাহাঙ্গীর হোসেনের অনুগত লোক ঘর না পাওয়ায় আমাদের কাছ থেকে প্রত্যায়নপত্র কেড়ে নিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা বিভাগীয় কমিশনারসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সেলিম রেজা জানান বিষয়টি আমি জানি না। তবে খোঁজ খবর নিয়ে দেখবো।