
‘স্বাস্থ্য আপনার মূল্যবান সম্পাদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সমাপ্ত হলো ২ দিন ব্যাপী কারাতে সেমিনার।
গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই সেমিনার শনিবার বিকালে সমাপ্ত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সোতোকান কারাতে দো’র আয়োজনে এ সেমিনার ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বিশেষ অতিথি হিসেবে মোঃ নিয়ামুল করিম টিপু, সাংবাদিক শাহানুর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পক্ষে উপস্থিত ছিলেন ইউনুচ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আলী আহম্মেদ লিকু।
আয়োজকরা জানান, ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থীকে আত্মরক্ষার নানা কৌশল শেখান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরো, জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন, প্রশিক্ষক মোঃ মতিউর রহমান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিপ্লব।
এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আত্মরক্ষার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে বলে অভিভাবকরা বিশ্বাস করেন। প্রশিক্ষণ শেষে ৩০জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র ও সফলতার জন্য পুরষ্কার তুলে দেওয়া হয়।


