প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ৩:৪৪ অপরাহ্ণ
ঝিনাইদহে ৩’শ দুস্থ অসহায় ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরন
![]()
ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ ৩’শত দুস্থ, অসহায় ও ভাসমান মানুষের মাঝে রান্না খাবার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে অফিস চত্বরে এ খাবার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশসাক মজিবর রহমান,
জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক জে এম রশিদ, সদস্য শফিকুল ইসলাম শিমুল, ইউনিট লেভেল কর্মকর্তা তাসলিমা খাতুন, যুব প্রধান শাহীনুর রহমান মৃদুলসহ যুব সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা মহামারীর সময় দুস্থ, অসহায় ও ভাসমান মানুষেরা রান্না খাবার পেয়ে খুশি।
এসময় আয়োজকরা জানান, করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের জন্য আগামী ১ মাস শহরের বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হবে।
© ২০২৫ মেহেরপুর প্রতিদিন। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।