ঝিনাইদহ থানার সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের সমঝোতা চুক্তি

মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মানবৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে ”হেল্প ডেস্ক” পরিচালনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান স্থানীয় সমমনা স্বেচ্ছাসেবী সংগঠনের নিকট একটি প্রস্তাব দেন।

উভয় পক্ষের মধ্যে সকল বিষয়ে তিন দফা আলোচনার পর রোববার পুলিশ সুপারের সমে¥লন কক্ষে লিখিত ”সমঝোতা চুক্তি” স্বাক্ষর হয়েছে।

এসময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মাহমুদ, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, এনজিও কর্মকর্তা খন্দকার আশরাফুন্নাহার আশা, শরিফা খাতুন, মফিদুন্নেছা শিলা, রেডিও ঝিনুক এর স্টেশন ম্যানেজার পারভীন নাহার, রোকেয়া বেগম, মোঃ মোয়াজ্জেম হোসেন ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু উপস্থিত ছিলেন।

চুক্তির লক্ষ্য ছিলি ঝনাইদহ সদর থানাএলাকায় সরকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মান বৃদ্ধি ও সহজতর করা এবং একটি সহিংস মুক্ত শান্তিময় সমাজ গঠন করা।