
ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসক্লাবের অফিস কক্ষে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাংলা ভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন সভাপতি এবং মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যান্য পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামরুজ্জামান লিটন নির্বাচিত হন। বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন সহ সভাপতি এম রবিউল ইসলাম রবি (দেশ রুপান্তর), সহ সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল-২৪.), দপ্তর সম্পাদক পদে রাজিব হাসান(৭১ টিভি), ক্রীড়া সম্পাদত পদে খাইরুল ইসলাম নিরব (আমাদের সময়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ আলী (সময় টিভি)।
এছাড়া নির্বাহী সদস্য পদে আজাদ রহমান (প্রথম আলো), আব্দুল হাই (ভোরের ডাক), এম রায়হান (জনকণ্ঠ), নিজাম জোয়ার্দ্দার (এটিএন বাংলা), এম সাইফুল মাবুদ, রফিকুল ইসলাম মন্টু এবং মিরাজ জামান রাজ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এ্যাড. সুভাষ বিশ্বাস মিলন এবং সহকারী কমিশনার ছিলেন এ্যাড. বদিউজ্জামান ও এ্যাড. আব্দুল আলিম।
প্রেসক্লাবের ২৮ জন সদস্যের মধ্যে ২৭জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ সুষ্ঠু এবং উৎসব মূখর পরিবেশে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।


