ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি’র অভিযান ১ কেজি গাঁজাসহ বিকাশ আটক

ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি আওতাধীন উথলী বিওপি ক্যাম্পের সদস্যরা চুয়াডাঙ্গার আড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে গ্রামের চিহ্নিত মাদক সম্রাট বিকাশ চন্দ্র সাহাকে আটক করেছে।

আটককৃত বিকাশের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দর্শনা থানায় সোপর্দ করেছে বিজিবি। পালিয়ে গেছে একই গ্রামের হারুন ও ওহেদ আলী।

ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি’র আওতাধীন উথলী বিওপি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ নং আড়িয়া গ্রামে। এসময় বিজিবি সদস্যরা গ্রামের মৃত গোরসাহার ছেলে শ্রী বিকাশ চন্দ্র সাহার বাড়ি তল্লাশী করে ১ কেজি গাঁজা উর্দ্ধার করেন। সেই সাথে আটক করেন বিকাশকে (৩৫)।

গ্রামবাসি জানায়, বিকাশ দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিলো। আটককৃত বিকাশের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ দর্শনা থানায় সোপর্দ করেছে বিজিবি। অপর দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিকাশের সহযোগি একই গ্রামের আওলাদের ছেলে হারুন ও মৃত আব্দুর রহমানের ছেলে ওহেদ আলী পালিয়ে গেছে বলে গ্রামবাসি জানিয়েছে।