ঝিনাইদহ শহরে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন শুরু

অপরাধ দমনে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফোটন, এম হাকিম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সহযোগিতায় জেলা পুলিশ শহরের পোষ্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, হামদহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ১’শ টি আইপি ক্যামেরা স্থাপন করবে। যা জেলা পুলিশের কার্যালয় থেকে নিয়ন্ত্রন করা হবে। এতে শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে জীবন যাত্রার মান উন্নয়ন করবে।

আরো পড়ুন-ভালোবাসা দিবসে ঝিনাইদহে জেলায় দুই কোটি টাকার ফুল বিক্রির কথা বল্লেন চাষিরা