ঝিনাইদহ সদরে ইউপি নির্বাচনে ৮ নতুনমুখসহ নৌকার মনোনয়ন পেলেন যারা

আগামী ২৩ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৫ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
৮জন নতুন মুখসহ ৭জন বর্তমান চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন। নৌকার মনোনিত নতুন প্রার্থীরা হলেন ১নং সাধুহাটি ইউনিয়নে শফিউদ্দিন মিন্টু, ২নং মধুহাটি ইউনিয়নে আলমগীর আজাদ সম্রাট, ৩নং সাগান্না ইউপিতে শেখ মোজাম্মেল হোসেন, ৪ নং হলিধানী ইউনিয়নে আবুল হাসেম মিয়া, ৬নং গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম, ৭নং মহারাজপুর ইউনিয়নের আরিফ আহম্মেদ জনি, ১৩নং ফুরসন্দি ইউনিয়নে শিকদার শহিদুল ইসলাম, ১৭নং নলডাংগা ইউনিয়নে রেজাউল ইসলাম রেজা।

এছাড়া বর্তমান চেয়ারম্যান যারা আবার নতুন করে মনোনয়ন পেলেন ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম, ৯নং পোড়াহাটি ইউনিয়নে শহিদুল ইসলাম হিরন, ১০নং হরিশংকরপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মাসুম, ১১নং পদ্মাকর ইউনিয়নে নিজামুল গণি লিটু, ১২নং দোগাছি ইউনিয়নে ইচাহাক আলী জোয়াদ্দার, ১৪নং ঘোড়শাল ইউনিয়নে পারভেজ মাসুদ লিল্টন এবং ১৫নং কালীচরণ পুর ইউনিয়নে কৃষ্ণ পদ দত্ত। তাছাড়া ৮নং পাগলা কানাই ইউনিয়ন এবং ১৬নং সুরাট ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত রয়েছে।
আওয়ামী লীগের মনোনীত এই ১৫ প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।