ঝিনাইদহ সদর থানায় পুলিশের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার সকালে সদর থানার চত্বরে গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, ওসি (তদন্ত) এমদাদুল হক, ওসি (অপারেশন) আবুল খায়েরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় থানা চত্বরে ৫০ টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। আগামী ১ মাসে জেলার ৬ থানা এলাকায় ৫ হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।