
বকেয়া বেতনভাতা পরিশোধ ও সকল বৈষম্য নিরসনসহ ৮দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা।
বুধবার (২২ অক্টোবর) বিকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান খান, যশোর জেলার সভাপতি আসলাম উদ্দিনসহ খুলনা বিভাগের ১০টি জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ঝিনাইদহের সকল সিএইচসিপিরা।
মানববন্ধন থেকে তারা ২০২৪ সালের জুলাই মাস থেকে ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধ, ১বছর মেয়াদি ইন সার্ভিস ট্রেনিং, ১২তম গ্রেডে উন্নীতকরণ, সাধারণ ভবিষ্যৎ তহবিল চালু, চাকরি প্রবিধানমালা প্রনয়ণ, নিয়মিত ইনক্রিমেন্টসহ বেতন কাঠামো তৈরি, ২৩ সালে নিয়োগকৃতদের দ্রুত বেতনভাতা চালু, ক্লিনিকে রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বরাদ্দের দাবি করা হয়।