টাইগারদের ১৫তম ওয়ানডে অধিনায়ক লিটন

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ব্যাটার লিটন দাস। টাইগারদের ১৫তম অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে টস করতে নামবেন তিনি।

কুঁচকির ইনজুরির কারনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তামিমের জায়গায় ভারতের বিপক্ষে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন এখন পর্যন্ত ৫৭ ওয়ানডে খেলা লিটন।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস করতে নামলেই ১৫তম অধিনায়ক হিসেবে রেকর্ডবুকে নাম তুলবেন লিটন। এর আগেও বাংলাদেশের জার্সিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে লিটনের, তবে সেটি টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েন তৎকালীন অধিনায়ক মাহমুদদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহর ইনজুরিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন।

লিটনের অধীনে ঐ ম্যাচটি ৬৫ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্যাট হাতে ১ বল খেলে খালি হাতেই প্যাভিলিয়নে ফিরেছিলেন লিটন। সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা।