টাকা হলে দুনিয়াটা হবে পিছে মত্ত, টাকা দিয়ে পাবে নাতো খাটি মনুষ্যত্ব।
টাকা হলে গুণী নেতা বলে তুমি গণ্য, টাকাহীনা নীতি কথা বলিলে সে ছন্ন।
টাকা হলে চারিদিকে থাকে ভালো যত্ন, তবু তুমি ভুলো নাকো নীতি বড় রত্ন।