‘টিকে থাকাই অগ্রাধিকার পাবে’: হুয়াওয়ে

চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে মঙ্গলবার ‘টিকে থাকাই অগ্রাধিকার পাবে’ বলে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সালে আশানুরূপ বিক্রয় না হওয়ার প্রেক্ষিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে-এর চেয়ারম্যান এরিখ জু বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় আমেরিকার ফার্মগুলোর সঙ্গে কাজ নিষিদ্ধ করার ফলে ২০১৯ সালে আনুমানিক বিক্রয় ৮৫০ বিলিয়ন ইয়েন (১২১ বিলিয়ন মার্কিন ডলার) হবে যা মোটামুটিভাবে গত বছরের চেয়ে শতকরা ১৮ ভাগ বেশি। তবে বাস্তবিক যতটুকু আশা করা হয়েছিল এই বিক্রয় তদপেক্ষা অনেক কম।

নতুন বছরে জানুয়ারি মাসে কোম্পানীর বিক্রয় ১২৫ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে আশা করা হচ্ছে।

নতুন বছরে কর্মচারীদের উদ্দেশে এক বার্তায় জু বলেন, কোম্পানীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ‘কৌশলী ও দীর্ঘমেয়াদি’ প্রচারণা হুয়াওয়েইর টিকে থাকা ও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরণের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

২০২০ সালে ‘টিকে থাকাই আমাদের প্রধান লক্ষ্য হবে’ বলে উল্লেখ করেছেন হুয়াওয়েই-এর বর্তমান চেয়ারম্যান।

-প্রযুক্তি ডেস্ক