বিদেশ থেকে মিষ্টি দেখে পুতুল নিয়ে এসে- আয় ছুটে আয় ছোট্ট দুপায় বলল বাবা হেসে।
মিষ্টি মেয়ে পুতুল পেয়ে খিলখিলিয়ে হাসে, খুকুমণি মায়ার খনি সবাই ভালোবাসে।
সন্ধ্যা হলে খুকু বলে আব্বু তোমায় বলি, নতুন রানির পুতুলখানির নাম রেখেছি ডলি।