ডানাকাটা পরী – মাহবুব-এ-খোদা

রাতগভীরে ক্লাবে গিয়ে
আসর জমায় পরী,
দুষ্টপরীর ব্যবসা আজই
র‌্যাব নিয়েছে ধরি।
রূপ বিলিয়ে মত্ত হয়ে
ঘুরে রাস্তাঘাটে,
অশ্লীলতা বেড়ে যাওয়ায়
বিপদ বুঝি আঁটে।
ডানাকাটা সেই পরীটা
রাতচরা এক পাখি,
জেলহাজতে বসত এখন
মলিন হবে আঁখি।
বন্দি হলো র‌্যাবের হাতে
মাদক নিয়ে সাথে,
কই হারালো রূপের গৌরব
এক নিমেষেই রাতে?
কোথায় তোমার রাতের সাথি
কেউ এলো না কাছে!
কারাগারে পঁচবে একা
দুঃখ-কষ্ট আঁচে।
পাপ ছাড়ে না বাপকে বেটা
পাপের বোঝা ভারি,
যার কারণে নষ্ট হলো
সাধের জীবন তারই।